শিক্ষা পেলাম, মনযোগী হব: কাদের

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুরান ঢাকার চকবাজারে আগুনে ব্যাপক প্রাণহানির ঘটনায় ‘শিক্ষা’ পাওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ভবিষ্যতে এই শিক্ষার আলোকে ব্যবস্থা নেবেন তারা্

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই আগুনে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যুর খবর এসেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো বহু জন। জানা যাচ্ছে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়ায় আশেপাশের ভবনে। এক পর্যায়ে তা একটি ভবনের নিচতলায় রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে। ওই ভবনেই ছিল বসবাস করত বহু মানুষ।

২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদামে আগুন লেকে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তখন সরকার সিদ্ধান্ত নেয়, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম থাকবে না। বুড়িগঙ্গার অপর তীরে জিঞ্জিরা এলাকায় সরিয়ে নেওয়া হবে সেগুলো। কিন্তু নয় বছরেও তা বাস্তবায়ন হয়নি। আর চকবাজার দুর্ঘটনার পর সামনে এসেছে সেই ব্যর্থতা।

সকালে ঘটনাস্থল পরিদর্শক করে ওবায়দুল কাদের পড়েন সেই প্রশ্নের মুখে। কেন রাসায়নিকের ‍গুদাম এখনো আবাসিক এলাকায় থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘চকবাজারের ঘটনা থেকে আমরা আবারও শিক্ষা পেলাম। ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, মনযোগী হব, মনোনিবেশ করব।’

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান কাদের। বলেন, ‘তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ২০১০ সালের ঘটনার পর সরকার ক্ষতিগ্রস্থদের পাশে ছিল। নীরব দর্শকের ভূমিকায় ছিল না সরকার। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার ব্যবস্থা নেব। সরকার ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও এ সময় উপস্থিত ছিলেন। তিনিও রাসায়নিক গুদাম বিষয়ে সেই একই প্রশ্নের মুখে পড়েন। জবাবে বলেন, ‘পুরান ঢাকা থেকে সব ধরনের রাসায়নিকের গুদাম সরিয়ে নিতে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

দুর্ঘটনার পর মেয়র খোকন বলেন, তার কাছে নগরবাসীর নিরাপত্তা সবার আগে। এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এএ/ডব্লিউবি