চকবাজার প্রাণহানিতে সরকারকে দুষলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫১

পুরান ঢাকার চকবাজারে আগুনে ব্যাপক প্রাণহানির ঘটনায় সরকারকেই দুষেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,

‘সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে।’

বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফখরুল। এ সময় তিনি চক বাজারের আগুনের ঘটনায় শোক জানান।

বুধবার রাতে চকবাজারে রাসায়নিকের গুদামে আগুনে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর এসেছে। আগুনটির সূত্রপাত ঘটে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে। পরে তা আশেপাশের বিভিন্ন গাড়ি ও পরে ভবনে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে যে ভবনে রাসায়নিকের গুদাম ছিল, তাতেও ছড়িয়ে পড়ে।

২০১০ সালেও পুরান ঢাকারই নীতমলী এলাকায় রাসায়নিকের গুদামে আগুন লেগে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। সে সময় সিদ্ধান্ত হয়, আবাসিক এলাকা থেকে সব ধরনের রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়া হবে। কিন্তু নয় বছরেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। ফখরুল বলেন, 'সরকারের ব্যর্থতা তো সবখানেই আছে। মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা বেশি। সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে বিভিন্নভাবে মানুষ প্রাণ হারাচ্ছে।’

‘যে অগ্নিকাণ্ড হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক, সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।’

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :