আর্থিক সহায়তার ঘোষণা শ্রম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত এবং আহত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এমন সহায়তা দেয়ার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম। তিনি জানান, চকবাজার ট্রাজেডিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশের কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জন নিহত হয়।

এই দুর্ঘটনায় আহত অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এদের একটি অংশ বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এই দুর্ঘটনার পর সরকারের জ্যেষ্ঠ একাধিক মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য এবং তাদের পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সহায়তার এই ব্যবস্থা নেওয়া হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :