এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিক আটক

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১

টেকনাফ প্রতিবেদক, ঢাকাটাইমস

সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ড।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে  সেন্টমাটিন দ্বীপের দক্ষিণ-পূর্বে সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক ১১জন হলেন, মিয়ানমার মংডু টাউনশিপের মন্নি পাড়া এলাকার বোটের মাঝি মোহাম্মদ নবী (২০), কবির আহমেদ (৩৫), আমানুল্লাহ (১৮), তারেক উল্লাহ (১৪), কামাল উদ্দিন (২০), মোহাম্মদ ছাবের (১৮), মোহাম্মদ রিয়াজ (১৪), মোহাম্মদ শাকের (১৬), মোহাম্মদ ফয়সাল (১৬), মোহাম্মদ রহমত উল্লাহ (১৯), মোহাম্মদ রিয়াজ (১৮)। 

টেকনাফ কোস্টগার্ড স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল জানান, বাংলাদেশের জলসীমায় একটি সন্দেহভাজন মিয়ানমারের ফিশিং বোটকে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। নৌকায় থাকা মিয়ানমারের ১১ ইয়াবা পাচারকারিকে আটক করা হয়।

আটক ১১ জন মিয়ানমার তেকে টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে অবৈধ ইয়াবা কারবারের জন্য বাংলাদেশে প্রবেশ করে।

জব্দকৃত ইয়াবা, নৌকা ও মিয়ানমারের ইয়াবা পাচারকারিদের পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/ওআর