অগ্নিদগ্ধদের চিকিৎসায় ত্রাণ মন্ত্রণালয়ের ২০ লাখ টাকা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

চকবাজারের চুরিহাট্টায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় ২০ লাখ টাকা দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখতে এসে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ২০ লাখ টাকা প্রদান করেন।

এনামুর রহমান বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম তদারকি করছি। অগ্নিদগ্ধ রোগীদের অবস্থা খুব বেশি ভালো, এটা বলা যাবে না। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমরাও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছি।’

 ‘ইতোমধ্যে ঢাকার জেলা প্রশাসকের কাছে বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দিয়েছি। আমাদের একজন প্রতিনিধিকেও ডাক্তার সামন্ত লাল সেনের সঙ্গে ট্যাগ করে দিয়েছি। যেখানে যত অর্থের দরকার হয় উনি যোগান দেবেন।’

আরও সহায়তার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আহত হয়েছেন তারা যাতে সুস্থ হয়ে ফিরে যান, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। প্রয়োজনে আরও অর্থ দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ সহায়তার মাধ্যমে এই বেদনাদায়ক ঘটনায় আহতদের পাশে থাকার জন্য।’

চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শক করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন। এরপর শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা আসে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এমএম/ডব্লিউবি)