কাশ্মীর হামলা: ইমরানের মন্তব্যে সমর্থন আফ্রিদির

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাশ্মীরে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে সমর্থন জানিয়েছেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।ঘটনার পর এক ভিডিও বার্তায় ইমরান বলেন, ‘জঙ্গি হামলায় পাকিস্তানের কোনো হাত নেই, ভারত যদি সম্পৃক্ততার কোনো প্রমাণ দিতে পারে তবে, পাকিস্তান সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।’ ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে শেয়ার করে আফ্রিদি ক্যাপশনে লিখেছেন, ‘একদম পরিস্কার কথা।’

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতি বোমা বিস্ফোরণে ৪০ জন ভারতীয় সেনা নিহত হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানকে এই হামলার পেছনে দায়ী করে দেশটির সঙ্গে সবধরণের সম্পর্ক ছিন্ন করেছে ভারত। ইতোমধ্যেই পাকিস্তানে পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতীয় সরকার। বলিউডে কাজ করা পাকিস্তানি শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদেরও বয়কট করার ঘোষণা দিয়েছে তারা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরের টিভি স্বত্ত্ব ছিল ভারতের রিলায়েন্স গ্রুপের। তারাও প্রত্যাহার করে নিয়েছে নিজেদের। দুদিন পর অবশ্য ব্লিটজ এন্ড ট্রান্স গ্রুপের আরেকটি সহ-প্রতিষ্ঠানের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট পেয়েছে পিএসএল। এমনকি ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার আহ্বান জানিয়েছেন দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। সেদিকে ইঙ্গিত করে আফ্রিদি বলেন, ‘বিপদের সময়ই আপনি প্রকৃত বন্ধুকে খুঁজে পাবেন। তারা যা করছে, তা কি কোনো শিক্ষিত মানুষের আচরণ? শিক্ষিত মানুষেরা কখনোই এমন আচরণ করে না।’

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/ এবিএ)