চকবাজারের ঘটনায় শাকিব-বাপ্পীর শোক

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০

বিনোদন প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। একেক সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা একেক রকম প্রচার করা হচ্ছে। কেউ বলছে ৭৮, কেউ বলছে ৮১। সংখ্যা যা-ই হোক, দেশের তৃতীয় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দুই শীর্ষ নায়ক শাকিব খান ও বাপ্পী চৌধুরী।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রাতে টিভিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখেন বাপ্পী চৌধুরী।  তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু।  এ তালিকা বাড়ছে আরও।  জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহুর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে।’

বাপ্পী আরও লিখেন, ‘গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো উচিত। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসকার ব্যবস্থা করাও দরকার। জীবন নিরাপদ হোক।’

এর আগে সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন এবং সমবেদনা জানান। প্রধানমন্ত্রী নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তারও নির্দেশ দেন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসব জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার রাতে চকবাজার এলাকায় অবস্থিত চুড়িহাট্টা মসজিদের পাশে প্রয়াত ওয়াহিদ চেয়ারম্যানের চার তলা ভবনটিতে প্রথমে আগুন লাগে। তারপর তা পাশের রাজমনি নামে একটি রেস্তোরাঁ এবং সরু রাস্তার উল্টো দিকের তিনটি ভবনে ছড়ায়।

আগুন লাগার পরপরই চার তলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বিদ্যুৎ চলে যায়। ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। এছাড়া পাশের রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এএইচ