আলফাডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে একুশের অনুষ্ঠানমালা শুরু হয়।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, আলফাডাঙ্গা আরজেএফ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর বাজারের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্ত রুপা রায়।

আলোচনা শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা থানার ওসি নাজমুল করীম, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা বজলুর রসিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল রেজা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, বাবু অনুপম দাশ, মহিলাবিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)