শোকের বর্ণমালা

মনদীপ ঘরাই
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২

একুশের সকালটা এর চেয়ে কষ্টের আর কোন বছর ছিল কি? সালাম,রফিক,জব্বারের আত্মত্যাগের বহমান কষ্টের নদীতে যুক্ত হয়েছে নতুন স্রোত: চকবাজার। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে তাজা প্রাণ। এ দিন বর্ণমালার পুরোটা জুড়েও আছে শোক আর শোক। তা আমিও তুলে ধরছি-

অ: অজস্র প্রাণ পুড়লো আজি

আ: আগুন শিখার গ্রাসে

ই: ইতিহাসে ঠাই পাবে কি??

ঈ: ঈশ্বরও যে হাসে

উ: উঠবো জেগে, শোক যত থাক

ঊ: ঊষা, নতুন কোন

ঋ: ঋদ্ধ হবো,ভুলে যাবো

এ: এসব যে পুরোনো

ঐ: ঐ যে দেখ আগামীকাল

ও: ওসব যাবে মুছে

ঔ: ঔষধেতে, ব্যস্ততাতে

ক: কজন পাবে খুঁজে?

খ: খোঁজ রাখবে স্বজন শুধু

গ: গড়ালো ক দিন

ঘ: ঘড়ির কাটায়, খবর পাতায়

চ: চক হবে বিলীন

ছ: ছবি তো আজ হাজার আছে

জ: জগত হাহাকারে

ঝ: ঝড় উঠেছে সংবাদেতে, তুফান তোমার ঘরে

ট: টইটুম্বুর অশ্রুনদী

ঠ: ঠাঁই হবে না আজি

ড: ডাক পাঠাবো বছর পরে, কাঁদতে হবে রাজি?

ঢ: ঢাকা? ওটা পুরান ঢাকা। নতুন কিছু হয়?

ণ: ণতুন তো না, নতুন শোকে কাঁদছি অসময়

ত: তড়িৎবেগে পুড়লো সবই, স্বপ্ন কি বা প্রাণ

থ: থমকে আছে পাশের সবাই, থমকে আছে গান

দ: দুঃখ নদী, সাগর হলো লাশের 'পর লাশে

ধ: ধমনীতে গন্ধ লাশের, শিরায় ব্যথা ভাসে

ন: নীল বেদনা একুশ থেকে ছড়ালো একুশে

প: পথ ভুলে যে পথিক ছিল, পুড়েছে সে ও বিষে

ফ: ফুল দিও না, অশ্রু দাবী,মনের আগুন নেভাই

ব: বুক পুড়েছে, হৃদয় এবার...বাদ পড়েছে কে বা ই?

ভ: ভাষার দিনে, কাঁদছি দেখো,ভাসছি আরেক জলে

ম: মন খারাপের, মন হারানোর অন্য সাগর তলে

য: যুগ পেরোবে, মাস- বছরে, আড়াল হবে সবই

র: রাত পেরোবে এই শহরে নীরব রবে কবি

ল: লাল আগুনে রক্ত মিশে হচ্ছে আরো লাল

শ: শব হয়েছে, ষ: ষড়রিপু, স:সব পুড়েছে কাল

কথা দিলাম, ভুলে যাবো ব্যস্ততা বাড়লেই!

মনদীপ ঘরাই: সিনিয়র সহকারী সচিব এবং লেখক

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :