২২২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়েছে আজ। পোর্ট এলিজাবেথে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছে ২২২ রানে। পরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৬০ রান করে দিনের খেলা শেষ করেছে। অর্থাৎ, দিন শেষে ১৬২ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন কুইন্টন ডি কক। ওপেনার এইডেন মার্করাম করেছেন ৬০ রান। ১১ জন ব্যাটসম্যানের মধ্যে চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করেছেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে বিশ্ব ফার্নান্দো ৩টি, কাসুন রাজিথা ৩টি, ধনঞ্জয়া ডি সিলভা ২টি ও দিমুথ করুণারত্নে ১টি করে উইকেট শিকার করেছেন।

স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে। দলীয় ১৫ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা। চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসিস ও এইডেন মার্করাম। পঞ্চম উইকেট জুটিতে ৫৭ রানের জুটি গড়েন এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। অষ্টম উইকেট জুটিতে ৫৯ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদা।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম দিন শেষে ১৬২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২২২ (৬১.২ ওভার)

(ডেন এলগার ৬, এইডেন মার্করাম ৬০, হাশিম আমলা ০, টেম্বা বাভুমা ০, ফাফ ডু প্লেসিস ২৫, কুইন্টন ডি কক ৮৬, উইয়ান মাল্ডার ৯, কেশভ মহারাজ ০, কাগিসো রাবাদা ২২, ডেল স্টেইন ৩*, দুয়ান্নে ওলিভার ০; সুরঙ্গা লাকমল ০/৩৩, বিশ্ব ফার্নান্দো ৩/৬২, কাসুন রাজিথা ৩/৬৭, লাসিথ এম্বালডেনিয়া ০/২৬, দিমুথ করুণারত্নে ১/১২, ধনঞ্জয়া ডি সিলভা ২/১৫)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৬০/৩ (২০ ওভার)

(দিমুথ করুণারত্নে ১৭, লাহিরু থিরিমান্নে ২৫*, ওশাদা ফার্নান্দো ০, কুসল মেন্ডিস ১৬, কাসুন রাজিথা ০*; ডেল স্টেইন ০/২০, কাগিসো রাবাদা ১/১৪, দুয়ান্নে ওলিভার ২/২৫)।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :