অস্ট্রিয়া আ.লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হাসান তামিম, অস্ট্রিয়া
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে রাজধানী ভিয়েনার ফ্লোরিসডরফের স্থানীয় এক হলরুমে এই আলোচনা সভা হয়।

আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি এম হাফিজুর রহমান খন্দকার, সহ-সভাপতি রুহি দাস সাহা, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, আইনবিষয়ক সম্পাদক মাহাবুব খান শামীম, সদস্য জহিরুল ইসলাম তুহিনসহ অস্ট্রিয়া আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা দ্রুত বাংলা স্কুল এবং স্থায়ী শহীদ মিনারের দাবি জানান।

আলোচনা সভা শেষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :