‘অধ্যয়ন প্রকাশনী নতুনদের প্লাটফর্ম’

জহির রায়হান, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

তাসনুভা আদিবা সেঁজুতি অধ্যয়ন প্রকাশনীর প্রকাশক। প্রবীণ লেখকদের পাশাপাশি তরুণ লেখকদের বই প্রকাশ করে সাড়া ফেলেছে প্রকাশনীটি। এ প্রকাশকের ইচ্ছে নতুনদের লেখকদের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তোলা যে, অধ্যয়ন প্রকাশনী মানেই নতুনদের জায়গা। মেলা প্রাঙ্গণে ঢাকাটাইমসের সঙ্গে কথা হয় এই প্রকাশকের।

নিজের প্রকাশনী সম্পর্কে সেঁজুতি বলেন, ‘গত বইমেলায় আমি প্রথম প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করি। প্রথমবার মেলায় অনেক সাড়া পেয়েছি। এবার আরও বেশি করে নতুনদের সুযোগ দিয়েছি। আমার প্রকাশনায় এমন অনেক লেখক আছেন যারা এখানেই প্রথম বই বের করেছেন। নতুনদের প্রাধান্য দিলেও জ্যেষ্ঠ লেখকরাও আছেন। ভবিষ্যতেও আমি নতুনদের নিয়ে কাজ করবো। মানসম্পন্ন পাণ্ডুলিপি পেলে অবশ্যই প্রকাশ করবো।’

পাঠকদের উদ্দেশে তিনি বলেন, ‘পরিচিত লেখদের বই পড়ার পাশাপাশি নতুনদের বই পড়ুন। অনেক নতুন লেখক আছেন যারা অনেক ভালো লিখছেন। এখানে একটা বই এসেছে অভিমানিনী। সেই লেখিকা একেবারেই তরুণ। খুব সুন্দর একটা উপন্যাস লিখেছেন তিনি। এই বইটা আমি বলবো উপন্যাস হিসেবে আমার বেস্ট সেলার।’

প্রকাশনার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বই আমার খুব ভালো লাগে। বই প্রকাশ করলে লেখদের সান্নিধ্যে থাকা যায়। বড় বড় মানুষদের চিন্তাধারা জানা যায়। বইয়ের সঙ্গে থাকতে ভালোবাসি। বইয়ের সঙ্গে থাকতেই প্রকাশনীতে আসা। আমার প্রচেষ্টা হলো অধ্যয়ন প্রকাশনী একটি মানসম্পন্ন প্রকাশনী সেটা সবাই জানুক। নতুনদের লেখক আছে তারা জানবে অধ্যয়ন প্রকাশনী মানেই নতুনদের প্লাটফর্ম, একটা জায়গা। সেই হিসেবে জানবে।’

তার প্রকাশনী থেকে এবার ৩৫টির বেশি বই প্রকাশিত হয়েছে জানিয়ে তাসনুভা আদিবা সেঁজুতি বলেন, এবার মেলায় মুহম্মদ জাফর ইকবালের টুনুর আজব কাহিনি, আহসান হাবীরের গোখরো বাগান, সোলায়মান সুখননের মস্তিষ্কের ক্যানভাস, আয়মান সাদিক ও সাদমান সাদিকের স্টুডেন্ট হ্যাক্স, মৌরি মরিয়মের অভিমানিনী , শামীম মুন্তাজিদের হাইজেনবার্গের গল্প, মুজাহিদুল ইসলাম সানজিদের করেই দেখ বিজ্ঞান বইগুলো বেশ ভালো বিক্রি হচ্ছে।

প্রকাশক জানান, বইমেলায় ১৪ নম্বর প্যাভিলিয়ন তাম্রলিপি তাদের পরিবেশক। সেখানে অধ্যয়নের বইগুলো পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বইমেলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা