চকবাজার ট্রাজেডি: তদন্তে কমিটি

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অগ্নি শাখা-১ এর উপসচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনু বিভাগের প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা, ঢাকা সিটি করপোরেশনের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খানকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

এই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে আগুন লাগার উৎস, কারণ ইত্যাদি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে।

প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় লাগা আগুনে ৭০ জন মানুষ আগুনে পুড়ে মারা যান। আহত হন অর্ধশতাধিক মানুষ।

ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এএ/এলএ)