ইউরোপা লিগের শেষ ষোলোতে চেলসি-আর্সেনাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮

প্রথম লেগের হার নিয়েও দ্বিতীয় লেগে সহজ জয়ে ইউরোপা লিগের শেষ ষোল নিশ্চিত করলো আর্সেনাল। ঘরের মাঠে গতকাল বরিসভকে ফিরতি লেগে ৩-০ তে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে উনাই এমরির দল। তার আগে গত সপ্তাহে বরিসভকের মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল।

একই লিগে দিনের অপর ম্যাচে সুইডেনের ক্লাব মালমোকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে অতিথিদের ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে মোট ৫-১ জয় নিয়ে শেষ ষোলোতে পা রাখে চেলসি।

গতকাল নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের ভুলে ম্যাচের চতুর্থ মিনিটে ১-০ তে এগিয়ে যায় তারা। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি। ৬০তম মিনিটে শেষ গোলটি আসে বদলি হয়ে নামা গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলসের পা থেকে।

অপরদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫৫তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন অলিভিয়ে জিরুদ। ৭৪তম মিনিটে আবারও এগিয়ে যায় চেলসি। গোলটি করেন রস বার্কলি। আর ৮৪তম মিনিটে শেষ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ক্যালাম হাডসন-ওডোই।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :