উদীচীর রাজশাহী জেলা সংসদের সম্মেলন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর রাজশাহী জেলা সংসদের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নগরীর শাহমখদুম ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন নাট্যজন তাজুল ইসলাম।

এরপর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। নগরীর আলুপট্টি মোড় হয়ে পিএন স্কুল মোড় ঘুরে শোভাযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর কলেজ মিলানয়তনে শুরু হয় সভা।

এতে অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, উদীচী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পথ চলছে। উদীচী সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতি উদীচীর হাত ধরে মূলধারায় আসুক এই কামনা করি।

সভায় আরও বক্তব্য দেন, কবি রুহুল আমিন প্রামানিক, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কেন্দ্রীয় সদস্য কাজী মারুফা, জেলা সংসদের সাবেক সভাপতি ড. জুলফিকার আহমেদ গোলাপ, প্রাবন্ধিক প্রশান্ত কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগরের শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

সভা শেষে সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :