শেরপুরে আট গুদামে আগুন, পুড়ে গেছে ‘কোটি টাকার’ কৃষিপণ্য

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৮ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫

শেরপুরের নকলায় একটি কৃষিপণ্যের গুদামে আগুন লেগে এক কোটি ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার সকালে উপজেলার চন্দ্রকোনা বাজারের পাট, সরিষা, ধান, ভুট্টা ও কালাইসহ বিভিন্ন কৃষিপণ্যের গুদামে এ আগুন লাগে।

পরে খবর পেয়ে শেরপুর ও নালিতাবাড়ীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতা নিয়ে অন্তত দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কৃষিপণ্যের গুদাম এলাকার আকাশে ধূয়া দেখে অনেকে গুদামের দিকে এগিয়ে আসেন। এ সময় একটি গুদাম ঘরে আগুন জ্বলতে দেখেন অনেকে। পর মুহূর্তেই আগুন আরো সাতটি গুদামে ছড়িয়ে পড়ে।

গুদাম মালিক আজমল বলেন, এই অগ্নিকাণ্ডে অন্তত এক কোটি ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট ও ধান গুদামের মালিক শহিদুল মুন্সি, তার ৪৫ লাখ টাকার মাল ভস্মীভূত হয়েছে। তাছাড়া ধান ও সরিষা গুদামের মালিক রিপন মিয়া ও শাহজাহান মিয়া এবং সরিষা, কালাই ও ভূট্টা গুদামের মালিক শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গুদাম মালিক শাহজাহান মিয়া বলেন, এ ঘটনায় একটি পাটের, তিনটি ধানের, দুটি সরিষার ও একটি কালাই ও ভুট্টার গুদামের মালামাল পুড়ে যায়। এতে কমপক্ষে ৩৫ লাখ টাকার পাট, ৬০ লাখ টাকার সরিষা, ২০ লাখ টাকার কালাই ও অর্ধলাখ টাকার ধান ও ভুট্টা পুড়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী বলেন, আগুন লাগার বিষয়টি জানার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। এর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে চলে আসে। ওই কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে আরো কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।

শেরপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে তিনি আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।

অন্যদিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :