চাকরি দেয়ার প্রলোভনে চার কলেজছাত্রীর নগ্ন ছবি ধারণ

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৫
ফাইল ছবি

জাতিসংঘের অঙ্গ সংস্থায় (ইউএনডিপি) চাকরি দেয়ার প্রলোভন দিয়ে কলোরোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ৪ শিক্ষার্থীর নগ্ন ছবি জোরপূর্বক মোবাইলে ধারণ করার অভিযোগ উঠেছে।

তাদের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সিগঞ্জ বন অফিসের পাশ থেকে পুলিশের উপ-পরিদর্শক রাজ কুমার পাল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুইজন হলেন, কলারোয়া থানার হিজলদি গ্রামের মৃত হারেজ উদ্দীন মোল্যার ছেলে রফিকুল ইসলাম মোল্যা এবং একই এলাকার নজরুল ইসলাম গাইনের মেয়ে শ্যামলী খাতুন।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থী শ্যামনগর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, রফিকুল ইসলাম নিজেকে ইউএনডিপি সংস্থার কর্মকর্তা পরিচয় দেয়। তিনি বঙ্গবন্ধু মহিলা কলেজের ৪ শিক্ষার্থীকে

ইউএনডিপিতে মোটা অংকের বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেন। একই কলেজের শিক্ষার্থী শ্যামলীর মাধ্যমে রফিকুল ইসলাম এ প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজী হন কলেজের চার শিক্ষার্থী।

গত বুধবার সংস্থায় ট্রেনিং দেয়া হবে জানিয়ে ওই চার শিক্ষার্থীকে শ্যামনগর থানাধীন সুশীলন রিসোর্ট সেন্টারে নিয়ে আসেন শ্যামলী।

ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে প্রতারক রফিকুল শিক্ষার্থীদের রিসোর্ট সেন্টারে ৩০৩ নং কক্ষে আটকে রেখে জোরপূর্বক নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। পরে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়।

ঘটনাটি ভুক্তভোগী এক শিক্ষার্থী ও মামলার বাদী কৌশলে শ্যামনগর থানায় অবহিত করে।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রফিকুলের কাছ থেকে নগ্ন ছবিসহ একটি আইফোন জব্দ করে।

রফিকুল ইসলাম বর্তমানে শিক্ষা অধিদপ্তরের ওএসডি হিসেবে কর্মরত। এর আগে তিনি কলারোয়া সরকারি কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন বলে জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :