ভারতে কারাভোগের পর দেশে ফিরল ২৭ বাংলাদেশি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে দেড় বছর কারাভোগের পর শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৭ বাংলাদেশি নারী ও শিশুকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বেনাপোল চেকপোস্ট পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করে ভারতীয় পুলিশের কাছ থেকে। ফেরত আসা শিশু ও নারীদের বাড়ি বরিশাল, নড়াইল ও বাড়ের হাট জেলায়।   

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে গত ২ বছর আগে ভালো চাকরির আশায় ভারতে গিয়ে কোলকাতা পুলিশের হাতে আটক হয় তারা।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দেড় বছরের জেল দেন। জেলের মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত আনা হয়। পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)