চেলসির খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা ফিফার

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চেলসি সমর্থকদের জন্য দুঃসংবাদ। আগামী দুই দলবদল মৌসুমে নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না ব্লুজরা। শুক্রবার ইংলিশ ক্লাবটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি।

ফিফার আইন ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কেনায় এ শাস্তি পেয়েছে চেলসি। সঙ্গে ৬ লাখ সুইস ফ্রাঁও জরিমানা করা হয়েছে তাদের। যা আগামী ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এফএ) ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হচ্ছে।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফার দলবদল আইনের ১৯ নম্বর আর্টিকেল অমান্য করে ২৯ জন অপ্রাপ্ত বয়স্ক ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছে চেলসি। যাদের সবার বয়স ১৮ বছরের নীচে। এ অপরাধে আসছে গ্রীষ্মে ও আগামী বছরের জানুয়ারির দলবদলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলোয়াড় কিনতে পারবে না ক্লাবটি। এ কাজে ফিফা শুধু চেলসি নয়, এফএ’র সম্পৃক্ততাও পেয়েছে। তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে।’

তবে এ নিষেধাজ্ঞা প্রমীলা ও ফুটসাল দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই সময়ে খেলোয়াড় কিনতে না পারলেও খেলোয়াড় বেচতে পারবে চেলসি।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এবিএ)