বিষপানে দুই সপ্তাহ চিকিৎসা শেষে গৃহবধূর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪

বরিশালের আগৈলঝাড়ায় বিষ পান করে দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে মারা গেছেন এক গৃহবধূ। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ২০ ফ্রেব্রুয়ারি বাড়ি ফিরে ওই দিন গভীর রাতে মারা যান গৃহবধূ মালতী রানী বাড়ৈ।

পরিবার ও পুলিশ বলছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুপুর গ্রামের অমল বাড়ৈর স্ত্রী মালতী রানী বাড়ৈ গত ৬ ফেব্রুয়ারি দুপুরে বিষ পান করলে তাকে ওই দিনই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। ১০ ফেব্রুয়ারি মালতীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন মালতী। ওই দিন গভীর রাতে মারা যান তিনি।

খবর পেয়ে পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম ও এসআই দেলোয়ার হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে মালতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই দেলোয়ার হোসেন জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। শুক্রবার সকালে মালতীর লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :