ভারতের পক্ষে সাফাই শোয়েব আখতারের!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৭

কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এখন সাপে-নেউলে। সাবেক ভারতীয় ক্রিকেটাররা ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের জোর দাবি তুলেছেন। ইমরান খান, শাহীদ আফ্রিদি কিংবা মিয়াঁদাদের মতো পাকিস্তানের তারকা ক্রিকেটাররা আবার তোপ দেগেছেন ভারতের বিরুদ্ধে। তবে উল্টো পথে হাঁটলেন শোয়েব আখতার। তার মতে, ভারতের পুরো অধিকার রয়েছে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার!

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হয়। হামলার পর শোয়েব আখতারকে নিজের দেশে এক টেলিভিশন চ্যানেলে বলতে শোনা গিয়েছে, ‘সত্যি কথা বলতে, বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়। তবে সরকার না বলে দিয়েছে। যদি ওরা পাকিস্তানের বিপক্ষে খেলত, তা হলে সম্প্রচারকারী চ্যানেল এবং বিসিসিআই সবথেকে বেশি আয় করতে পারত। পুরো দ্বিপাক্ষিক সিরিজের ভ্যালু ৬০০ মিলিয়ন ডলার। আপনার কি মনে হয়, ওরা খেলতে চায় না? অবশ্যই খেলতে চায়।’’

সঙ্গে যোগ করেন, ‘আমাদের পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি, যদিও তা নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে বিসিসিআই-এর যুক্তি হল, ভারতীয় বোর্ড সুপ্রিমকোর্টের নিয়ন্ত্রনাধীন। এটাই ওদের ব্যাখ্যা এবং তা পুরোপুরি যৌক্তিক।’

সেই অনুষ্ঠানেই শোয়েব বলেন, ‘যে কোনো ধরনের মৃত্যুরই বিরোধী আমরা। তবে দেশের কথা উঠলে বলব, আমরা ঐক্যবদ্ধ এবং দেশের প্রধানমন্ত্রীর পাশে রয়েছি কোনও ভাবনাচিন্তা ছাড়াই। তবে ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলতে না চায়, তা হলে ওদের পূর্ণ অধিকার রয়েছে। ওদের দেশ আক্রান্ত হয়েছে। তাই এমন সিদ্ধান্ত। এর উপরে তর্ক করা চলে না।’

হামলার ইস্যুতে ভারতের সাবেক ক্রিকেটারদের কয়েকজন বেশি বাড়াবাড়ি করছেন বলেন মন্তব্য করেন শোয়েব। তিনি বলেন, ‘তাদের উচিত রাজনৈতিক নয়, ক্রিকেট নিয়ে কথা বলা। যখন এমন ঘটনা ঘটে, তখন ক্রিকেটার হিসেবে সৌহার্দ্যের পথ প্রশস্ত করা উচিত। পরিস্থিতি খারাপ করে এমন মন্তব্য করা উচিত নয়।’

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :