নিখোঁজ ইসমাইলকে ঢাকা মেডিকেলে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় হাজীগঞ্জের আহম্মদপুর গ্রামের নিখোঁজ হাজী ইসমাইলকে (৬৫) খুঁজে পায়নি তার পরিবার। ঢাকা মেডিকেলে তাকে খুঁজছেন স্বজনরা।

ঢাকায় বসবাসরত ওই গ্রামের বাসিন্দা ইউনুস ফরাজি জানান, দুদিন ধরে ইসমাইলের স্ত্রী রোকেয়া বেগমসহ তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। কিন্তু কোনোভাবেই তার খোঁজ মেলেনি।

ইসমাইলের পায়ের দুটি আঙুল জোড়া লাগানো ছিল। সেটি শনাক্ত করতে পারলেও নিশ্চিত করা যায়নি এটিই তার লাশ। এখন ডিএনএ পরীক্ষার অপেক্ষায় স্বজনরা।

নিহতের চাচা আবুল হাসান জানান, গরিব পরিবারের সন্তান ইসমাইল পাকিস্তান আমলে এসএসসি পাস করে পালিয়ে যান ঢাকায়। সেখানে ঢাকার বকশীবাজারের বুলবুল হাজী নামে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচিত হয়ে ওই দোকানে চাকরি শুরু করেন। সে থেকে দিনে দিনে তিনি হয়ে পড়েন দুটি ফ্যাক্টরির মালিক। চকবাজারেও তার একটি প্লাস্টিকের দোকান ছিল।

ঘটনার দিন ওই প্রতিষ্ঠানেই তিনি বসেছিলেন। তারপরই শেষ হয়ে যায় সবকিছু।

জীবদ্দশায় সাতবার হজ পালন করেছেন তিনি। এ এলাকায় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দানশীল হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তার।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)