সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সদরের আব্দুল আজিজের ছেলে নূর মশিউর রশিদ ও সাদুল্যাপুর উপজেলার প্রতাপ গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মিজানুর রহমান।

এব্যাপারে র‍্যাবের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এএইচ