প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল তামিমরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫

নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই। তাতে শনিবার প্রথম দিন শেষে ৬ উইকেটে ৪১১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

লিঙ্কনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল-সাদমান ইসলাম। তামিম ৮৩ বলে ৪৫ রান করে আউট হন। সাদমান ইসলাম তুলে নেন অর্ধশত। ১১৩ বল খেলে ৬৭ রানে আউট হন তিনি।

তিনে নামা মুমিনুল হকের ব্যাট থেকে আসে ২০ রান। চারে নেমেছিলেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ৯১ বলে ৬২ রান করে অবসরে যান তিনি।

মিডলঅর্ডারে সৌম্য সরকার ৭৫ বলে ৪১, মাহমুদউল্লাহ রিয়াদ ৬০ বলে ৫৯ ও মেহেদী মিরাজ ৬৭ বলে ৫১ রান করে অবসরে যান। দিনের শেষের দিকে তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২ ও আবু জায়েদ রাহি ২৩ রান করে আউন হন। শূন্য রানে অপরাজিত আছেন খালেদ আহমেদ।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে দুদলের প্রথম টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪১১ (৯৬.১ ওভার)

(তামিম ইকবাল ৪৫, সাদমান ইসলাম ৬৭, মুমনিুল হক ২০, লিটন দাস ৬২, সৌম্য সরকার ৪১, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৯, মেহেদী হাসান মিরাজ ৫১, তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২, আবু জায়েদ রাহি ২৩, খালেদ আহমেদ ০*; অ্যাডাম মিলনে ০/১৮, এড নাটাল ১/৬০, বেন সিয়ার্স ১/৭৭, বেন লকরোজ ১/১০৪, ব্লেক কোবার্ন ২/৯২, ডেল ফিলিপস ০/১৯, জ্যাকব ভুলা ১/৩১)।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/ এইচএ/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :