জাতীয় পুরস্কারের জন্য ছবি চাচ্ছে তথ্য মন্ত্রণালয়

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের লক্ষে চলচ্চিত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। ২০১৭-২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আগামী ৭ মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত চলচ্চিত্র জমা দেয়ার সুযোগ থাকবে। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর জন্য প্রথমে চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে হবে। বরাবরের মতো এবারও ২৮টি বিভাগে পুরস্কার দেয়া হবে।

এছাড়া চলচ্চিত্র জমা দেয়ার আগে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। সেগুলো হচ্ছে-

১। শুধু বাংলাদেশি নাগরিকই জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

২। আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে।

৩। যৌথ প্রযোজনার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে, তবে সেই সিনেমায় বিদেশি শিল্পী-কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

৪। পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য অবশ্যই ছবিটিকে সেন্সর সনদ পেতে হবে এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। স্বল্পদৈর্ঘ্য এবং প্রমাণ্যচিত্রের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা না থাকলেও বিবেচ্য বছরে সেন্সর সনদ পেতে হবে।

৫। কাহিনির ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

৬। বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনি পুরস্কারে বিবেচিত হবে না।

ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :