সেভিয়ায় কাটবে মেসিদের গোলখরা?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০১

সময়টা একদম ভালো কাটছে না বার্সেলোনার। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে তিনটিতেই ড্র আর মাত্র একটিতে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। এর মধ্যে দুটিতে আবার গোলশূন্য ড্র। যাদের আক্রমণভাগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের মত খেলোয়াড়, তারাই কিনা ভুগছে গোলখরায়! এমন পরিস্থিতিতে আজ রাতে লা লিগায় সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সা। মেসি-সুয়ারেজরা কি পারবেন এবার গোল এনে দিতে?

গত ২ ফেব্রুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে জোড়া গোল পেয়েছিলেন মেসি। পরিপূর্ণ ফিট না থাকায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র প্রথম লেগে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ আরনেস্তো ভালভার্দে। দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান তিনি। তবে আর্জেন্টাইন তারকাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে পুরো ম্যাচ খেলেন মেসি। সে ম্যাচে গোলশূন্য ড্র করে ফেরে বার্সা। অবশ্য ভায়াদোদিলের বিপক্ষে মেসির গোলেই জিতে তারা। কিন্তু সেই গোলটি আসে পেনাল্টি থেকে। সেদিন আবার আরেকটি পেনাল্টি মিসও করেছেন তিনি।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিঁওর মাঠে গোলশূন্য করেছে বার্সেলোনা। সে ম্যাচে মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কুতিনহো আর উসমান ডেম্বেলে- সবাই ব্যর্থ হন। বিশেষত, সুয়াজের মিসগুলো চোখে লেগেছে। তবুও সেভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে উরুগুইয়ান স্ট্রাইকারের ওপর বিশ্বাস রাখছেন ভালভার্দে, ‘সুয়ারেজ ক্লাবের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। আমাদের ধৈর্য ধরতে হবে।’

সবধরণের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ গোলশূন্য সুয়ারেজ। তবে সেভিয়ার বিপক্ষে তার রেকর্ড ভালো। ৯ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট। কাজেই এ ম্যাচ দিয়েই গোলে ফিরতে পারেন সুয়ারেজ।

মেসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। লা লিগায় সেভিয়া তার প্রিয় প্রতিপক্ষ। ৩৪ ম্যাচে ৩৩ গোল আর ১৬টি অ্যাসিস্ট করেছেন দলটির বিপক্ষে। তবে ম্যাচটা যেহেতু প্রতিপক্ষের মাঠে খেলতে হবে, কাজেই সেটি সহজ হবে না। এখানে সর্বশেষ কোপা দেল রে’র শেষ আটের ফিরতি লেগ খেলতে এসে ২-০ ব্যবধানে হেরেছিল বার্সা। ভালভার্দে তাই বলেছেন, ‘সেভিয়া যখন ঘরের মাঠে খেলে, তখন তাদের ভয় পেতেই হবে। আমরা শেষবার এখানে কোপা দেল রে’র ম্যাচে পরাজিত হয়েছিলাম। আমি এবারও একটা কঠিন ম্যাচই প্রত্যাশা করছি।’

২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। ৭ পয়েন্ট পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে দুই নম্বরে।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :