বিষাক্ত মদপানে ভারতে ৪১ চা শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

বিষাক্ত মদপান করায় ভারতের আসামে নয় নারীসহ ৪১ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর শতাধিক শ্রমিক ওই বিষাক্ত মদ পান করেন। এ ঘটনায় আরও ৪৫ শ্রমিক আহত হয়েছেন।  তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।  দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আসামের গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরের চা বাগানে এ ঘটনা ঘটে। আসামের বিদ্যুৎমন্ত্রী তপন গগই বলেন, 'এখন পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।'

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী জানান, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিষাক্ত মদপানে মৃত্যুর  ঘটনা প্রায়ই ঘটে থাকে। সম্প্রতি উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিষাক্ত মদ্যপানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/একে