রাসায়নিকের গুদাম না সরার কারণ সমন্বয়হীনতা: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫২

সমন্বয়হীনতার কারণে পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের হাজী ওয়াহেদ ম্যানশন ও ক্ষতিগ্রস্ত অন্যান্য ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিল। কিন্তু সমন্বয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে।’

কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আটঘাঁট বেঁধে নেমেছি। সকল গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে ফেলব।’

গত বুধবার চকবাজারের চুড়িহাট্টায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি গাড়ি এবং খাবার হোটেলে গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়ায় ওয়াহেদ ম্যানসনে। আর সেখানে বিপুল দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে।

সরকারি হিসেবে ৬৭ জনের প্রাণহানির একটি বড় অংশই রাস্তা এবং খাবার হোটেলে হয়েছে। বাকিটা হয়েছে ওয়াহেদ ম্যানসনে। সেখানকার তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ব্যবস্থা ছিল। আর নিচতলা ও দোতলায় বিভিন্ন পণ্য মজুদ ছিল।

ঘটনার পরদিন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করে দাবি করেন, ওয়াহেদ ম্যানসনে রাসায়নিকের গুদাম ছিল না। আগুন লেগেছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে।

শিল্পমন্ত্রী করা মন্তব্যর বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শিল্পমন্ত্রী সেভাবে বলেনি, যেভাবে মিডিয়ায় এসেছে। উনি বলেছেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।’

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল সরানো আমাদের তৃতীয় কাজ। প্রথম কাজ স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।’

ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে সরকার বিকল্প চিন্তা করছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :