বিষাক্ত মদপানে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪

বিষাক্ত মদপান করায় ভারতের আসামে বেশ কয়েকজন নারীসহ ৮৫ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর শতাধিক শ্রমিক ওই বিষাক্ত মদ পান করেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। খবর নিউজ এইট্টিনের।

আসামের গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরের চা বাগানে এ ঘটনা ঘটে। এর আগে আসামের বিদ্যুৎমন্ত্রী তপন গগই ৪১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিলেন। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়ে গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। সম্প্রতি উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিষাক্ত মদ্যপানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :