যুদ্ধ পরিস্থিতি

সীমান্তের গ্রামগুলো খালি করছে ভারত-পাকিস্তান

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
সীমান্তবর্তী গ্রামের মাটির নিচের বাড়ি থেকে বের হচ্ছেন এক পাকিস্তানি নারী- ডেইলি মেইল

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ সেনার মৃত্যুর ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিত বিরাজ করছে। এমন অবস্থায় সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ জারি করেছে ভারত পাকিস্তান। এরই মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে গোপন নির্দেশিকা জারি করেছে ভারতের প্রশাসন। যে কোনো মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে গ্রামবাসীদের। গ্রামবাসীদের বলা হয়েছে, তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্রটুকু নেন। কোনো স্কুল বা সরকারি ভবনে আশ্রয় নেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সীমান্তের একদম কাছে ওই গ্রামগুলিতে অন্তত ৮৩০ জন বসবাস করেন। গত কয়েক বছরে তাদের একাধিকবার ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। গ্রামবাসীদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজৌরির ডেপুটি কমিশনার মহম্মদ আয়াজ আসাদ।

প্রতিবেদনে জানানো হয় ভারতের মতো একই কাজ করছে পাকিস্তানও। সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে তারা।

দুই দেশের বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থার ভারসাম্য বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/একে