ভারপ্রাপ্ত এমডি পেল এফডিসি

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে লক্ষণ চন্দ্র দেবনাথকে। তিনি বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব।

ইতিমধ্যে লক্ষণ চন্দ্র তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। ঢাকা টাইমসকে এই তথ্যটি নিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ বিভাগের কর্মকর্তা হীমাদ্রি বড়ুয়া।

তিনি বলেন, ‘১৩ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষণ চন্দ্র দেবনাথ। পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। তথ্য মন্ত্রণালয় চাইলে এর মধ্যে পূর্ণাঙ্গ এমডি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিতে পারে। যদি সেই সিদ্ধান্ত না নেয়া হয়, তবে লক্ষণ চন্দ্র আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।’

এদিকে নতুন ভারপ্রাপ্ত এমডির ব্যাপারে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমি চাই ওনার মেয়াদকালে সিনেমার স্বার্থে কাজ করে যাবেন। আমি বিশ্বাস করি তিনি সেটা করবেনও।’

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সিনেমার স্বার্থে যে কাজ করবে তাকে আমরা সাধুবাদ জানাব সব সময়। নতুন এমডি মহোদয়ের কাছে আবেদন থাকবে, তিনি যেন সিনেমার মঙ্গলের জন্য কাজ করে যান।’

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ এর আগে এফডিসির প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/আরআর/এএইচ