ব্যাঙ্গালুরুতে পার্কিংস্থলে আগুনে পুড়ল ৩০০ গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে আয়োজিত বিমান প্রদর্শনীর একটি পার্কিংস্থলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩০০ গাড়ি। সিগারেটের ফেলে দেয়া জ্বলন্ত টুকরো থেকেই আগুন লাগে বলে ধারণা কর্তৃপক্ষের।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার দুপুরে ব্যাঙ্গালুরুর উত্তরাংশের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির পাশে পার্কিংস্থলে এ অগ্নিকাণ্ড ঘটে। সেসময় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল বিমানঘাঁটির আশপাশের আকাশ।

ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে চলছে ‘এরো ইন্ডিয়া’ নামক পাঁচ দিনব্যাপী প্লেন প্রদর্শনী। ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনী সমাপ্ত হবে ২৪ ফেব্রুয়ারি। প্রদর্শনীর জন্য প্রায় ১০০টি এয়ারক্রাফট সেখানে রয়েছে।

শুষ্ক ঘাস এবং প্রচণ্ড বাতাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান পুলিশের সিনিয়র কর্মকর্তা এম এন রেড্ডি বলেন। সেখানে গাড়িসহ প্রায় কয়েকশ যানবাহন ছিল।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে আগুন লাগে। তবে কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হযেছে, অগ্নিকাণ্ডস্থল থেকে প্লেন প্রদর্শনীস্থল বেশ দূরেই। এ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আগুন লাগার পর প্লেন প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসা পর্যন্ত কোনো প্লেনই আকাশে ওড়েনি।

এর আগে ১৯ ফেব্রুয়ারি এই ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ওপর মহড়া দেওয়ার সময় দেশটির বিমানবাহিনীর এয়ারক্রাফট মধ্যাকাশে সংঘর্ষে জড়িয়ে বিধ্বস্ত হয়। এতে এক বৈমানিক প্রাণ হারান।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাশিয়ান এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোয়ান

এই বিভাগের সব খবর

শিরোনাম :