বিনাভোটের সরকার জনগণের কথা চিন্তা করে না: সরোয়ার

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোকসভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠান করেছে বরিশাল বিএনপি।

মহানগর বিএনপির উদ্যোগে শনিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বিনাভোটে নির্বাচিত এই সরকার জনগণের সরকার নয়। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। তারা শুধু পুলিশ আর প্রশাসনের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে।’

সরোয়ার বলেন, ‘এ কারণে সরকার পুলিশ আর প্রশাসনের উন্নয়ন করছে। জনগণকে নিয়ে চিন্তা করে না। ফলে নিমতলীর অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনো উন্নয়ন করেনি।’

শোকসভায় বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।

শোকসভার শেষ পর্যায়ে চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :