সাউথ এশিয়ান ফ্যাস্টিভেলে কুবির তিন শিক্ষার্থী

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতের পন্ডিত রবীশংকর শোকলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইয়ুথ ফ্যাস্টিভেল’-এ অংশ নিতে ভারত পৌঁছেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। উৎসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে শিক্ষা, সামাজিক, সংস্কৃতি, অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা।

২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বাঁধন দাস, অর্ক গোস্বামী ও পিংকি ত্রিপুরা যথাক্রমে লাইট ভোকাল, ক্লে-মডেলিং ও ফোক ডান্স পারফর্ম করবেন।

এর আগে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেকে স্ব-স্ব বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে নিজ বিশ্ববিদ্যালয়ের মনোনয়ন ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

উৎসবটির আয়োজনকারী সংস্থা অংশগ্রহণকারীদের উৎসবের স্থানীয় খরচসমূহ বহন করছে। তবে যাতায়াত বাবদ (বাস, ট্রেন, বিমান) ও আনুষাঙ্গিক খরচ মনোনয়ন প্রদানকারী বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।

প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্দা নামতে যাওয়া এই উৎসবে বাংলাদেশের ১৮টি বিশ্ববিদ্যালয় (সরকারি ও বেসরকারি) থেকে ৬৪ জন বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এলএ)