ডিপিএলে শুরু থেকে ভালো করতে চান আশরাফুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬

আগামী ৮ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম আসর। ইতোমধ্যে দল গড়ার কাজ শেষ। তবে এবার ডিপিএল শুরু আগে একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবেন খেলোয়াড়রা। ডিপিএলের ১২টি দল নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো মাঠে গড়াবে টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ।

ডিপিএলে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্ট শুরুর আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। লিগের শুরু থেকেই তিনি ভালো খেলতে চান।

মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘আসলে ওয়ানডে ক্রিকেটের আগে একটা টিম কম্বিনেশন তৈরি করার জন্য খুব ভালো হয়েছে যে, প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ খেলার সুযোগ পাব। তারপর সেমিফাইনাল-ফাইনাল আছে। তো টিমটা খুব চমৎকার হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবার স্বপ্ন থাকে আবাহনী, মোহামেডানে খেলার। আমি অতীতেও দুইবার খেলেছিলাম। সর্বশেষ যেবার খেলেছিলাম সেবার আমরা ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘বিপিএল ভালো হয়নি। আমি সুযোগ একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর ড্রপ হয়ে যাওয়ায় একটু হতাশই ছিলাম। বিসিএলটা ভালো হয়েছিল। বিপিএলটা যদি সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত। গত মৌসুমে ঢাকা লিগে ভালো খেলেছিলাম। কিন্তু টিম রেজাল্ট পায়নি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাইব। শুরু থেকে ভালো করতে চাইব।’

তিনি আরো বলেন, ‘গত আসরে আমার ৭৪ স্ট্রাইক রেট ছিল, এবারও চেষ্টা থাকবে ভালো করার। গত বছরের চেয় আমি এখন অনেক ফিট। সবকিছুতে থেকে অনেক উন্নতি হয়েছে। গত বছর এতটা ফিট ছিলাম না। লক্ষ্য তো থাকবেই স্ট্রাইক রেটটা যেন ভালো হয়। টিমের পারফরম্যান্সও যেন ভালো হয় সেই চেষ্টা করব। টিমের পারফরম্যান্স ভালো ছিল না এটা নিয়ে সবাই প্রশ্ন করে। আসলে একা তো সম্ভব না। এইবার টিমটা খুব ভালো। আশা করি সবাই মিলে ভালো করব।’

ডিপিএল শুরুর আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আশরাফুল বলেন, ‘এটা খুবই ভালো প্রত্যেক দলের জন্য। কারণ টিম তৈরি করার জন্য কয়েকটা প্র্যাকটিস ম্যাচ প্রয়োজন হয়। সুতরাং, ৮ মার্চ টুর্নামেন্ট শুরুর আগে আমরা যে ম্যাচগুলো খেলার সুযোগ পাব সেটা সবার জন্য ভালো হবে।’

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :