নিরাপদ রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগির: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩
ফাইল ছবি

গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিককে শিগগির মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রোহিঙ্গারা যেখান থেকে বিতাড়িত হয়েছে সেই রাখাইন নিরাপদ হলেই তাদের ফেরত পাঠানো হবে বলে জানান মন্ত্রী। সে কাজটি অনেকটা এগিয়েছে বলে জানান তিনি।

শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি নগরীর বেশ কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কি প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। মিয়ানমারও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি। কিন্তু রাখাইনে সে ধরনের পরিবেশ এখনও সৃষ্টি করতে পারেনি দেশটি। শিগগিরই নিরাপদ রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এজন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত মন্ত্রী সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে ৬৭ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়ন’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সিলেট মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেজরটিলায় সংবর্ধনা অনুষ্ঠান, শামিমাবাদে মইনউদ্দিন মহিলা ডিগ্রি কলেজে ‘আবুল মাল আবদুল মুহিত আইসিটি ভবন’ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

বাস টার্মিনাল কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। কেউ দুর্নীতি করে পার পাবে না। যারা উন্নয়ন কাজে বাধা দেবে তাদেরকে বরদাশত করা হবে না।

মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোমেন বলেন, অচিরেই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। সরকার এটা অনুমোদন দিয়েছে। সিলেট নগরীতে ফ্রি ওয়াই-ফাই সেবা দেওয়া হবে। এতে ছেলেমেয়েরা উপকৃত হবে। তারা রেস্টুরেন্টসহ যেখানেই যাবে সেখানে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবীর।

এরআগে সকাল ১০টায় মন্ত্রী মেজরটিলায় শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের যে মানবসম্পদ আছে তাদেরকে উচ্চ শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সত্যিকারের সম্পদে পরিণত করতে হবে। শিক্ষিত হয়ে কেউ যেন বেকার না থাকে সেজন্য শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানো ও কর্মমুখী শিক্ষায় জোর দেন তিনি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনে হিট স্ট্রোকে প্রাণ গেল ২৫ জনের

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই: যুক্তরাষ্ট্র

ট্রেনভাড়া বাড়ছে না, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে: রেলমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ: মন্ত্রণালয়কে একগুচ্ছ সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

চলমান তাপপ্রবাহ: সারাদেশে গাছ লাগানোর নির্দেশনা

উপজেলায় ভোটের আগেই ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিআইআইএসএসে ‘লেবার মাইগ্রেন্টস ফরম সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রার্থী যত বাড়বে উপজেলা নির্বাচন তত সুষ্ঠু হবে: ইসি সচিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :