অরুণ কুমারের ‘মুক্তিযুদ্ধের গল্প’ বইমেলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৮ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫

যারা মুক্তিযুদ্ধ দেখেনি সেই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা, কাহিনী সর্ম্পকে ধারণা দিতে মুক্তিযুদ্ধের ওপর বই লিখেছেন অরুণ কুমার বিশ্বাস। ‘মুক্তিযুদ্ধে গল্প’ নামে তার এ বইটি প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী থেকে। বই এখন পাওয়া যাচ্ছে বই মেলায়। বইটির দাম ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে লেখক অরুণ কুমার বিশ্বাস বলেন, শুধু যুদ্ধকালীন নয়, যুদ্ধোত্তর প্রজন্ম যারা কিনা একাত্তরে জন্মায়নি, বা জন্মালেও সেই অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেননি, তাদের কথা মাথায় রেখে গল্পগুলো লেখা হয়েছে। একাত্তরে পাক হানাদারদের মুখোমুখি হওয়া কাজলের কথা যেমন রয়েছে, তেমনি আছে হুইচেয়ারে বন্দী মহান এক বীর মুক্তিযুদ্ধের কথাও।

তিনি বলেন, আবার এমনও একজন রয়েছেন, যিনি কিনা সাহস করে তখন যুদ্ধে যেতে পারেননি বলে খুব আপসোস করছেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও রাজাকারের মুখোমুখি হবার দুর্লভ ছবিও আছে একটি গল্পে। হতে পারে, বাস্তবে এমনটি কখনও ঘটেনি, তবে এ-কথা সত্যি, স্বাধীন বাংলাদেশে আমরা কুখ্যাত দেশদ্রোহীর আস্ফালন বড় কম দেখিনি। তাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকাও উড়তে দেখা গেছে।

সেইসব কাহিনী নিয়ে লেখা হয়েছে মুক্তিযুদ্ধের গল্প নামের এ বইটি।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :