ঠাকুরগাঁওয়ে বিজিবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে তিনজনের মৃত্যুর ঘটনায় বিজিবির বিরুদ্ধে তিনটি অভিযোগপত্র গ্রহণ করেছে হরিপুরের আদালত ।

রবিবার হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য ৬ মার্চ তারিখ ধার্য করেছেন।

বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা।

মামলার বাদীরা হলেন- নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম। থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা।

মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিজিবির বেতনা বিত্তপির সদস্য নায়েক হাবিবুল্লাহ, দেলোয়ার হোসেন, সিপাহী হাবিবুর রহমান, মুরসালিন, বায়রুল ইসলাম ও নায়েক সুবেদার জিয়াউর রহমানকে আসামি করা হয়েছে। এছাড়া আরও অন্তত ১শ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি সীমান্তবর্তী হরিপুরের বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ওই ঘটনায় বিজিবির গুলিতে তিনজন নিহত হন।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :