লক্ষ্মীপুরে ১১ জেলেকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৫

জাটকা ধরার অপরাধে লক্ষ্মীপুরে রায়পুরে ১১ জেলেকে আটক করছে মৎস্য বিভাগ। রবিবার ভোরে মেঘনা নদীর সাজু মোল্লারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, আবুল হোসেন, আবদুল রহিম, গিয়াস উদ্দিন, বাবু, সফিকুল ইসলাম ও নাছির উদ্দিন। এছাড়া মনির হোসেন, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, লিটন ও সিয়ামসহ পাঁচজনকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, অক্টোবর থেকে জুন পর্যন্ত নয় মাস নদীতে জাটকা ধরা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পাঁচ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :