স্বামী হত্যার অভিযোগে গৃহবধূসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

গোপালগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তাররা।

দুপুরে সহকারী পুলিশ সুপারের কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে খুলনা ও পিরোজপুর থেকে হত্যা মামলার আসামি নিহতের দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম ও তার দুলাভাই শহিদুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার সকালে গোপালগঞ্জ আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে।

তিনি আরো জানান, নিহত মনির বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় ঝুমুর প্রতিবাদ করলে তাকে মারধর করত। এছাড়া ঝুমুরের প্রথম পক্ষের ১৩ বছর বয়সী মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে মনির। এ নিয়ে ঝুমুর তার দুলাভাই শহিদুলকে জানালে মনিরকে হত্যা পরিকল্পনা করা হয়।

গত বছরের ১২ ডিসেম্বর মায়ের মৃত্যুর খবর শুনে স্ত্রীর ভগ্নিপতি শহিদুলের ট্রলারে করে পিরোজপুর যাবার পথে মনিরকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ ২১ ডিসেম্বর সদর উপজেলার ছোটফা গ্রামের মধুমতি নদী থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার নিহতের পিতা সানু খাঁ বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :