সুনামগঞ্জে চার পিআইসি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে গাফিলাতির অভিযোগে চার পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল সাড়ে ৫টায় তাদের এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিউল্লাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ২৭নং পিআইসির সভাপতি আলী আহমদ, ৩নং পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১নং পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২নং পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।

ইউএনও মো. সফিউল্লাহ জানান, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দ্বায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের কথা কানে না তোলায় চারটি পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)