ভারতে পাচারকালে আড়াই কেজি সোনাসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে আড়াই কেজি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

আটক পাচারকারী হলেন- বেনাপোলের দৌলতপুর গ্রামের শামীম হোসেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে যাচ্ছে- এমন সংবাদে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালায়। এসময় শামীমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২.৫ কেজি সোনা জব্দ করা হয়।’

জব্দ সোনার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :