৯১তম অস্কারে শ্রেষ্ঠ যারা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০১ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩

২৪ ফেব্রুয়ারি, রবিবার হলিউড ও হলিউড সেন্টারের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯১তম অস্কার প্রদান অনুষ্ঠানের জমকালো আসর। এ বছর সাম্মানিক অস্কার দেয়া হয়েছে অভিনেত্রী সিসেলি টাইসন, কম্পোজার লালো স্কিফ্রিন এবং পাবলিসিস্ট মার্ভিন লেভিকে। আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে প্রযোজক ক্যাথলিন কেনেডি এবং ফ্র্যাংক মার্শালকে।

এছাড়া ২০১৯ সালের অস্কারে কারা পেলেন শ্রেষ্ঠত্বের শিরোপা, দেখে নিন তাদের এক ঝলকে-

শ্রেষ্ঠ পরিচালক: আলফনসো কুয়ারন, ‘রোমা’ ছবির জন্য।

শ্রেষ্ঠ অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান, ‘দ্য ফেভারিট’ ছবির জন্য।

শ্রেষ্ঠ অভিনেতা: রামি মালেক, ‘বোহেমিয়ান র‌্যাপসডি’ ছবির জন্য।

শ্রেষ্ঠ সহ অভিনেত্রী: রেজিনা কিং, ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবির জন্য।

শ্রেষ্ঠ সহ অভিনেতা: মাহেরশালা আলি, ‘গ্রিন বুক’ ছবির জন্য।

শ্রেষ্ঠ বিদেশি ছবি: ‘রোমা’ (মেক্সিকো)

শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ‘স্পাইডার ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স’

শ্রেষ্ঠ মৌলিক স্ক্রিনপ্লে: ‘গ্রিন বুক’

শ্রেষ্ঠ অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: ‘ব্ল্যাক ক্লান্সম্যান’

শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর: ‘ব্ল্যাক প্যানথার’

শ্রেষ্ঠ অরিজিনাল সং: ‘শ্যালো ফ্রম আ স্টার ইজ বর্ন’

শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার: ‘ফ্রি সোলো’

শ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট: ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’

শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন শর্ট: ‘স্কিন’

শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট: ‘বাও’

শ্রেষ্ঠ সিনিম্যাটোগ্রাফি: ‘রোমা’ ছবির জন্যে আলফন্সো কুয়ারন

শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন: ‘ব্ল্যাক প্যানথার’

শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন: ‘ব্ল্যাক প্যানথার’

শ্রেষ্ঠ হেয়ার অ্যান্ড মেকআপ: ‘ভাইস’

শ্রেষ্ঠ সাউন্ড এডিটিং: ‘বোহেমিয়ান র‌্যাপসডি’

শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং: ‘বোহেমিয়ান র‌্যাপসডি’

শ্রেষ্ঠ এডিটিং: ‘বোহেমিয়ান র‌্যাপসডি’

শ্রেষ্ঠ ভিশুয়াল এফেক্টস: ‘ফার্স্ট ম্যান’

ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :