সেই পিস্তলটি ছিল খেলনা: পুলিশ

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১২

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত যুবক মাহাদীর হাতে থাকা অস্ত্রটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।

সেই পিস্তল দিয়েই ভয় দেখিয়ে মাহাদী নামে ওই যুবক জিম্মি নাটকের চেষ্টা করেছিলেন। কমান্ডো অভিযানে নিহত হওয়ার পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে সেটি খেলনা পিস্তল বলে জানা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান রবিবার দিবাগত রাতে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার মাহাবুবুবর বলেন, 'মাহাদীর কাছ থেকে পাওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি। তার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে ‘

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও রাতে এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, ওই পিস্তলটি ছিল খেলনা।

রবিবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি এক অস্ত্রধারী ছিনতাইয়ের চেষ্টা করে। রবিবার বিকাল ৫টা ৪১ মিনিটের দিকে ‘ময়ুরপঙ্খী’ উড়োজাহাজটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে। পাইলট-ক্রুসহ বিমানে থাকা ১৪২ যাত্রী নিরাপদে নেমে আসেন। পরে অস্ত্রধারীকে ধরতে চালানো হয় অভিযান। বিমান ছিনতাই চেষ্টাকারী সন্দেহভাজন অস্ত্রধারীকে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়। এরপর ছিনতাইকারীর নিহত হওয়ার মধ্য দিয়ে রুদ্ধশ্বাস এই অভিযান শেষ হয়।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :