চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪০ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন স্পেশাল ট্রাইবুনাল-২ আদালতের অতিরিক্ত দায়রা জজ বিজ্ঞ বিচারক শওকত আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখ পাড়া গ্রামের মৃত আবুল কাশেম মালিথার ছেলে রাজু মালিথা (২৫) ও পাবনার চাটমহর উপজেলার মহরম খালি এলাকার আব্দুল করিমের ছেলে মহরম হোসেন (৩৩)।

মামলার বিবরণে জানা যায়, নাচোল উপজেলার আলিশাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওসমান (১৯) ও সিরাজুলের ভাতিজা শাহাদাৎ ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো সকাল নাস্তা করে বাইরে যায়। ওইদিন বিকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে বলা হয় যে, তাদের কাছে ওসমান ও শাহাদাৎ রয়েছে।

মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন অপহরণকারীরা। গরীব সিরাজুল নিরুপায় হয়ে তাদের মোবাইলে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। এর মধ্যে শাহাদাৎ কৌশলে পালিয়ে আসে।

এই ঘটনায় গত ওই বছরের ৮ ফেব্রুয়ারি নাচোল থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

পরে নাচোল থানা পুলিশ ও র‌্যাব-১২ পাবনার সহযোগিতায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার চাটমহর রেলস্টেশন থেকে রাজু ও মহরমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ওসমানকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত শেষে রাজু ও মহরমকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ ফ্রেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

আজ স্বাক্ষ্য প্রমাণাদি শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেয়।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :