প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে গেজেটেড পদমর্যাদা দেয়ার নির্দেশও এসেছে।

সোমবার এ সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।

বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬৫ হাজার ৫৯ জন প্রধান শিক্ষক রয়েছেন।

আইনজীবীরা জানান, হাইকোর্টের এ রায়ের ফলে প্রাথমিকের ৬৫ হাজার ৫৯ জন প্রধান শিক্ষকের ভাগ্য ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে।

প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির হলেও বর্তমানে তারা বেতন পান ১১তম গ্রেডে। তবে দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। তবে ৩৪তম বিসিএস থেকে যখন দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করা হয় তখন সবাই দশম গ্রেড পেলেও শুধু সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকরা পেয়েছেন ১১তম গ্রেড।

প্রাথমিকের সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম গ্রেডে। ফলে প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেলে সহকারী শিক্ষকদের সাথে তাদের বেতন বৈষম্য তিন ধাপ থেকে চার ধাপে পৌঁছবে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :