জাতীয় বিশ্ববিদ্যালয়

রাজশাহী কলেজ ও লালমাটিয়া মহিলা কলেজ সেরা

গাজীপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং’২০১৭ এর ভিত্তিতে জাতীয় পর্যায়ে সেরা হয়েছে রাজশাহী কলেজ ও সেরা মহিলা কলেজ হয়েছে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন অর রশিদ পাঁচটি সেরা কলেজের নাম ঘোষণা করেন।

দেশের ৭১৮টি স্নাতক কলেজের মধ্যে ৩৫৪টি কলেজ পারফরমেন্স র‌্যাংকিং’২০১৭ এর জন্য আবেদন জানায়। প্রাথমিক বাছাইয়ে ১৮৯টি কলেজকে র‌্যাংকিং এর বিবেচনায় আনা হয়।এর মধ্যে সর্ব্বোচ ৭২.৯৬ নম্বর পেয়ে সেরা হয়েছে রাজশাহী কলেজ।

অধিভূক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে ৩১টি ক্যাটাগরিতে কলেজ পারফরমেন্স র‌্যাংকিং বিচার করে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন এবং ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :