কালবৈশাখীতে লণ্ডভণ্ড চট্টগ্রাম বইমেলা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস

হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চট্টগ্রামে একুশে বইমেলার অধিকাংশ স্টল লণ্ডভণ্ড হয়ে গেছে। বৃষ্টিতে স্টলগুলোর বই ভিজে গেছে, দমকা হাওয়ায় দুমড়ে-মুচড়ে গেছে সাজসজ্জা। সোমবার সকালের ওই ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মেলার স্টলমালিকরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ১৯ দিনব্যাপী চট্টগ্রাম বইমেলা চলছে এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে। 

প্রকাশকরা বলছেন, বইমেলার অধিকাংশ স্টলই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগই বাতাসের তোড়ে ভেঙ্গে পড়েছে।  ওপরে থাকা ছাউনির টিনের মান খারাপ হওয়ায় বৃষ্টিতে বইও ভিজে গেছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ব্যুরো/এআর)