ভাসানচরে নিখোঁজ ৭ নৌকর্মকর্তা ভাটিয়ারিতে উদ্ধার

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

নোয়াখালীর ভাসানচরের মেঘনা নদীতে নিখোঁজ সাত নৌকর্মকর্তাকে উদ্ধার করেছের চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারীর জেলেরা। তাদের ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে তারা ভাসতে ভাসতে ভাটিয়ারি উপকূলের গেলে স্থানীয় জেলেরা তাদের উদ্দার করেন।

এর আগে সকাল আটটার দিকে ভাসানচর এলাকায় ঝড়ে কবলে পড়ে সাত নৌকর্মকর্তাকে নিয়ে তাদের স্পিডবোটটি ডুবে যায়। পরে তারা নিখোঁজ ছিলেন।

ভাটিয়ারির টমরদ্দি ঘাটের কোস্টগার্ড সদস্য অনিক জানান, ভাসানচরের মেঘনায় নিখোঁজ হওয়া সাত নৌ-কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তারা ভেসে ভেসে ভাটিয়ারিতে গেলে তাদের জীবিত উদ্ধার করে স্থানীয় জেলেরা।

তিনি জানান, সাত নৌকর্মকর্তার মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেলে ও গুরুতর একজনকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/ডিএম