চকবাজার ট্রাজেডি: নিহত তিন যুবকের পরিবারকে সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩১

ঢাকার চকবাজারে আগুন ট্রাজেডির শিকার কুড়িগ্রামের তিন হতভাগ্য যুবকের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসন থেকে ৩৪ হাজার টাকার চেক, তিন বান্ডিল করে ঢেউটিন ও শুকনো খাবার দেয়া হয়।

এ অনুষ্ঠানে ছিলেন- জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর উপজেলার ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

নিহতরা হলেন- সদর উপজেলার শিবেরচর এলাকার সজিব, নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুঠি গ্রামের রাজু মিয়া ও একই উপজেলার খোরশেদ আলম।

নিহত এই তিন যুবক ঢাকার চকবাজারে জুতার দোকানে কাজ করতেন। ঘটনার দিন দোকান থেকে অন্য দোকানে ভ্যানে করে মালামাল ডেলিভারির সময় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :